আপন আলোয় ৫৬
2022-02-21 19:12:22

এ পর্বে অন্তরঙ্গ আলাপনে থাকছেন: ফরিদ আহমেদ

 


 

অন্তরঙ্গ আলাপন

যথাযথ প্রক্রিয়ায় বই কিনলে উপকৃত হবেন সৃজনশীল প্রকাশকরা: ফরিদ আহমেদ

ছবি: বইমেলার স্টলে ঘুরে বই দেখছেন দর্শনার্থীরা

বাংলাদেশের ব্যাবসায়িক সেক্টরগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সৃজনশীল প্রকাশনা শিল্প। অন্য খাতগুলো ক্ষতি কাটিয়ে উঠলেও সৃজনশীল প্রকাশনা রিকভারি করতে পারেনি। এ ক্ষেত্রে সরকারের তরফে যে সহযোগিতা পাওয়া গেছে তা উল্লেখ করার মতো নয়।

গত দু’বছরে সৃজনশীল প্রকাশনা শিল্পের যে ক্ষতি হয়েছে তা ২০২২-এর বইমেলায় পুষিয়ে নেওয়া যাবে ভাবলে ভুল হবে, বোকামিও হবে। এ ক্ষতি পুষিয়ে প্রকাশনা শিল্পের স্বাভাবিক অবস্থায় আসতে ৫ বছর লেগে যেতে পারে।

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে অমর একুশে বইমেলা এবং প্রকাশনা শিল্পের বর্তমান অবস্থা নিয়ে খোলামেলা কথা বললেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ। বললেন তারা সরকারের কাছে কোনো সাহায্য চান না সহযোগিতা চান।

এক্ষেত্রে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার বই ক্রয় কার্যক্রম নিয়মিত করা এবং বরাদ্ধ বাড়ানোর পরামর্শ তার। বই ক্রয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণের ওপরও জোর দিয়েছেন ফরিদ আহমেদ। এতেই পেশাদার সৃজনশীল প্রকাশকরা উপকৃত হবেন বলে মনে করেন তিনি।

ফ্রান্কফুর্ট বইমেলায় চীনের উজ্জ্বল উপস্থিতির উচ্চ প্রশংসা করেন ফরিদ আহমেদ। বাংলাদেশের সঙ্গে চীনের ব্যবসায়িক যোগাযোগ খুব ভালো হলেও সৃজনশীল প্রকাশনার ক্ষেত্রে যোগাযোগ কিছুটা দুর্বল বলে মনে করেন তিনি। তবে, বর্তমানে যোগাযোগ বাড়ছে। কোনো একটা সূত্র পেয়ে গেলে দ্রুত যোগাযোগ হতে পারে এবং বাংলা ভাষার বই চীনা ভাষায় এবং চীনা বই বাংলায় অনুবাদ ও প্রকাশিত হতে পারে। তার নিজের সময় প্রকাশন থেকে চীনা বই প্রকাশের আগ্রহ ব্যক্ত করেন ফরিদ আহমেদ।

 

প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে। চীন আন্তর্জাতিক বেতার-সিআরই বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla আপনার মন্তব্য করতে পারেন।

 

সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।

 

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

 

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।

 

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।