নির্বাচন কমিশন: ২০ জনের তালিকা করলেও পরের বৈঠকে চূড়ান্ত হবে ১০ জন
2022-02-19 18:58:16

 

ঢাকা, ফেব্রুয়ারি ১৯: বাংলাদেশের নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত করা হয়েছে। শনিবার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) ড. শামসুল আরেফিন এই তথ্য জানান। তিনি বলেন, ২০ জন থেকে ১০ জনের চূড়ান্ত তালিকা করতে আগামীকাল ফের বৈঠকে বসবে সার্চ কমিটি।

আগামী ২৪ ফেব্রুয়ারির আগে এ তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠানোর কথা রয়েছে। রাষ্ট্রপতি এই তালিকা থেকে পাঁচজনকে নিয়োগ দেবেন বলেও জানান তিনি। এর আগে ৪ দফায় বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করেছে সার্চ কমিটি। গত সোমবার প্রস্তাবিত ৩২২ জনের নাম মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ঐশী/শান্তা