‘বাংলাদেশের সীমান্তে বসবে অত্যাধুনিক সেন্সর’
2022-02-15 19:04:19

ঢাকা, ফেব্রুয়ারি ১৫: মাদকের প্রবেশ রোধে বাংলাদেশের সীমান্তে অত্যাধুনিক সেন্সর ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের সদর দপ্তরে ২৭তম প্রতিষ্ঠাবাষির্কীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

বাংলাদেশ মাদক উৎপাদক দেশ না হলেও মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরো বলেন, ভয়ংকর মাদক ইয়াবা ও আইস প্রবেশ রোধে সীমান্তের প্রতিরক্ষা শক্তিশালী করা হচ্ছে। সীমান্তে সেন্সর লাগানোসহ কোস্ট গার্ডকে আরও শক্তিশালী করা হচ্ছে এবং মাদককে জিরো টলারেন্স নীতিতে রোধ করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

শান্তা/হাশিম