বাংলাদেশে বসন্ত উদযাপন
2022-02-14 17:00:40

ঢাকা, ফেব্রুয়ারি ১৪: বাংলাদেশে আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। বিশেষ এই দিনে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে বসন্ত উৎসবের আয়োজন করে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। ভোরের আলো ফোঁটার সঙ্গে সঙ্গে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে বাসন্তী রাগ পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।

মহামারির কারণে এ বছরের বসন্ত উৎসব সীমিত পরিসরে পালন করা হলেও আয়োজনের কোনো কমতি ছিলো না। এদিন শিশু ও তরুণীসহ সব বয়সী মানুষকে বর্ণিল পোশাক পরে সেজে বের হতে দেখা যায়।   

শীতের শেষে বসন্তের এই আগমন প্রকৃতিতে সম্প্রীতি ও ভালোবাসার বার্তা দেয়। তবে বসন্ত উৎসব এখন গ্রামীণ আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নেই। শহুরে মানুষের কাছেও বসন্তের আবেদন ভিন্নমাত্রা যোগ করেছে। এদিকে, একই দিনে ভালোবাসা দিবস হওয়ায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সবার মাঝেই।

ঐশী/ সাজিদ