বাংলাদেশের ২৫ বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক
2022-02-12 18:17:58



ঢাকা, ফেব্রুয়ারি ১২: বাংলাদেশের ২৫ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করেছেন নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত সার্চ কমিটি।

সুপ্রিমকোর্টের কনফারেন্স রুমে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুই দফায় অনুষ্ঠিত বৈঠকে সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান সভাপতিত্ব করেন।

সকাল ১১ টা ২৫ মিনিট থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন দেশের ১৪ জন বিশিষ্ট নাগরিক। তারা হলেন, বিশিষ্ট আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, এফ হাসান আরিফ, ফিদা এম কামাল, মনসুরুল হক চৌধুরী, এম কে রহমান, . শাহদীন মালিক, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক . বোরহান উদ্দিন খান, অধ্যাপক . আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) . মাকসুদ কামাল, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক মাহফুজা খানম, ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশিদ, ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের প্রেসিডেন্ট মুনিরা খান।

দুপুর টার দিকে দ্বিতীয় বৈঠক শুরু হয়ে শেষ হয় বেলা আড়াইটার দিকে। দ্বিতীয় বৈঠকে উপস্থিত ছিলেন দৈনিক আজকের পত্রিকার সম্পাদক . গোলাম রহমান, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু, ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান, চ্যানেল টুয়েন্টিফোরের ব্যবস্থাপনা পরিচালক কে আজাদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম, দৈনিক জনকণ্ঠের সম্পাদক স্বদেশ রায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বৈঠক থেকে বের হয়ে বিশিষ্ট নাগরিকগণ জানান, আন্তরিক পরিবেশে বৈঠক হয়েছে। সেখানে তারা আগামী ইসি গঠন বিষয়ে তাদের নিজ নিজ মতামত দিয়েছেন।

হাশিম/শান্তা