চীনে শুরু হয়েছে বসন্তকালীন কৃষিকাজ
2022-02-12 15:27:31

ফেব্রুয়ারি ১২, সিএমজি বাংলা ডেস্ক: পঞ্জিকা অনুযায়ী বসন্তকাল এসে গেছে কিন্তু চীনের অনেক প্রদেশ ও অঞ্চল এখনও শীতকালের বরফে ঢাকা। তবে মধ্য ও দক্ষিণ চীনের কিছু কিছু স্থানে এরমধ্যেই শুরু হয়ে গেছে বসন্তকালীন কৃষিকাজ।

মধ্য ও দক্ষিণ চীনে কমছে শীতের প্রকোপ।  দক্ষিণ চীনেরর হাইনান প্রদেশে ছিয়ংহাই সিটির চিয়াচি গ্রামে কৃষকরা মরিচের চাষ করছেন। দক্ষিণ চীনের কুয়াংসি চুয়ান স্বায়ত্তশাসিত অঞ্চলে রোংশুই মিয়াও অটোনোমাস কাউন্টির হোংসা গ্রামেও কৃষিকাজ শুরু করে দিয়েছেন মিয়াও জাতির কৃষকরা।

চীনে এখন মূলত সরিষাজাতীয় ফসলের চাষ চলছে। মধ্য চীনের হুনান প্রদেশের হুয়াইহুয়া শহরের থুংতাও ডং অটোনোমাস কাউন্টির কাংথোও গ্রামে কমলাধরনের ফল ট্যাংগারিনের ফসল ঘরে তুলছেন কৃষকরা।

দক্ষিণ পশ্চিম চীনের ইউননান প্রদেশে ছুইচিং সিটির লুওফিং কাউন্টিতেও কৃষকরা মাঠে কৃষিকাজ শুরু করে দিয়েছেন।

চীনের সিচুয়ান প্রদেশের নেইচিয়াং শহরে কাওছোং গ্রামে কৃষকরা তরমুজের চারা বুনছেন।

চীনের বিভিন্ন কৃষিক্ষেত্রে এখন মূলত কৃষকরা মাটি চষা ও ফসল বোনার কাজ করছেন। কোন কোন ফসল ঘরেও তুলছেন তারা।

শান্তা/হাশিম

ছবি: সিনহুয়া