‘ওমিক্রনে আক্রান্ত চিকিৎসা নেওয়া ৮২ শতাংশ মানুষ’
2022-02-10 19:35:43

ঢাকা, ফেব্রুয়ারি ১০: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল এক মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নেওয়া ৮২ শতাংশই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। আর বাকি ১৮ শতাংশ রোগী ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। 

বিশ্ববিদ্যালয়টির গবেষণায় এই তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার বিএসএমএমইউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির জিনোম সিকোয়েন্সিং রিসার্চ প্রজেক্টের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক  শারফুদ্দিন আহমেদ এই তথ্য জানান। 

তিনি জানান, গেল ৯ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি রোগী এবং বহির্বিভাগে আসা রোগীদের ৮২ শতাংশ ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত এবং ১৮ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। 

বিএসএমএমইউ উপাচার্য আরও জানান, ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে ওমিক্রন ভ্যারিয়েন্ট অনেক বেশি সংক্রামক। 

অভি/ সাজিদ