আজ বাসায় ফিরছেন খালেদা জিয়া
2022-02-01 19:17:46

ফেব্রুয়ারি ১: টানা ৮১ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ বাসায় ফিরছেন বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত ১৩ নভেম্বর এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর তাকে বাসায় নিয়ে যাওয়া হবে।

এ উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ গঠিত বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড হাসপাতালের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলন করছে সন্ধ্যা ৬টায়।

খালেদা জিয়াকে বাসায় নেওয়ার প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে বাসভবনে কর্মরত সবার করোনা টেস্ট করা হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে পুরো বাড়ি।

সাতাত্তর বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত ও চোখের সমস্যাএবং লিভার সিরোসিসে ভুগছেন।

গত ১৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের অধীনে ভর্তি হন খালেদা জিয়া। তাঁর চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। এ ছাড়া ঢাকার দুটি বেসরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁর চিকিৎসায় যুক্ত রয়েছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় গত ৯ জানুয়ারি তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়।

 রহমান/শান্তা