‘আগামী অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় হবে ৩০৮৯ ডলার’
2022-01-30 18:32:55

জানুয়ারি ৩০: আগামী অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় ৩ হাজার ৮৯ মার্কিন ডলারে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ রোববার দুপুরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। অনলাইনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী।

 মন্ত্রী বলেন, গতবছর জিডিপিতে বাংলাদেশের  প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৪৩ শতাংশ। এ বছর জিডিপিতে প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২।'

এই সময়ে বাংলাদেশের জিডিপির আকার ৪৫৫ বিলিয়ন ডলার বলেও জানান মন্ত্রী। আগামী অর্থবছরে বাংলাদেশের জিডিপির আকার অর্ধ ট্রিলিয়নের মাইলফলক স্পর্শ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির তিনটি ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ১৬টি প্রস্তাব অনুমোদন করা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এই ক্রয় সংক্রান্ত কমিটির প্রস্তাবনাগুলোর মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের সাতটি, নৌপরিবহন মন্ত্রণালয়ের তিনটি, কৃষি মন্ত্রণালয়ের তিনটি, শিল্প মন্ত্রণালয়ের একটি, জননিরাপত্তা বিভাগের একটি এবং স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবনা ছিল একটি।

 তানজিদ/শান্তা