অমিক্রনে সংক্রমিত রোগীর প্রকৃত সংখ্যা অনেক বেশি: স্বাস্থ্যমন্ত্রী
2022-01-30 18:28:39

জানুয়ারি ৩০: ফেব্রুয়ারির ৭ তারিখের মধ্যে বাংলাদেশের ১০ কোটি মানুষ প্রথম ডোজ টিকা পাবেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনার অমিক্রন ধরন ছড়িয়ে পড়ায় সংক্রমণ ও মৃত্যু বেড়েছে জানিয়ে তিনি বলেন, টেস্ট কম হওয়ায় রোগী কম, কিন্তু প্রকৃত সংখ্যা অনেক বেশি। রোববার দুপুরে মহাখালীর বিসিপিএস ভবনে করোনার পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি আরো জানান, ১২ বছর হলেই করোনার টিকার জন্য উপযুক্ত বিবেচনা করা হবে বাংলাদেশের সব নাগরিককে। মন্ত্রী বলেন, এবারে ৪০ বছর বয়স হলেও বুস্টার ডোজ পাওয়া যাবে। এছাড়া ভ্রাম্যমাণ মানুষদের জনসনের টিকা দেয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এর আগে বুস্টার ডোজের জন্য ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের অগ্রাধিকার দেয়া হয়।

ঐশী/শান্তা