‘যুক্তরাষ্ট্রের চীনা ফ্লাইট বন্ধের আচরণ দায়িত্বজ্ঞানহীন’
2022-01-25 10:32:15

জানুয়ারি ২৫: সম্প্রতি যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রণালয় সেদেশ থেকে অস্থায়ীভাবে চারটি চীনা বিমান কোম্পানির চীন-গামী ৪৪টি ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে। 


এ প্রসঙ্গে গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বলেন, যুক্তরাষ্ট্র নিজের লাভের জন্য ব্যতিক্রম ও বিশেষ সুযোগ-সুবিধা অন্বেষণ করে, অযৌক্তিকভাবে চীনের ফ্লাইট বাতিল করেছে। চীনা বিমান কোম্পানির স্বাভাবিক কার্যক্রমে হস্তক্ষেপ করেছে তারা। এ জন্য তারা চীনা ও বিদেশী পর্যটকদের জীবন ও স্বাস্থ্যের নিরাপত্তাকেও পাত্তা দেয়নি। তাদের এহেন আচরণ আধিপত্যবাদী, অভদ্র এবং দায়িত্বজ্ঞানহীন।


চীনা মুখপাত্র জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রকে বিজ্ঞানকে সম্মান করে এবং জীবন ও স্বাস্থ্যের নিরাপত্তা রক্ষা করে কার্যকরভাবে নিজ দেশের মহামারী প্রতিরোধ মাত্রা বাড়িয়ে ফ্লাইটের রাজনীতিকরণ বন্ধের পরামর্শ দেয় চীন। পাশাপাশি, চীনা ও মার্কিনীদের স্বাভাবিক যোগাযোগে হস্তক্ষেপ বন্ধের তাগিদ দেয় বেইজিং। (প্রেমা/এনাম/রুবি)