এক সপ্তাহ পর বিধিনিষেধের বিষয়ে নতুন সিদ্ধান্ত: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
2022-01-24 18:46:38

জানুয়ারি ২৪: বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে বিধি-নিষেধ আরোপ করা হবে কি না সে বিষয়ে এক সপ্তাহ পর সিদ্ধান্ত জানাবে সরকার। করোনা সংক্রমণ রোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখাসহ সব অফিসে অর্ধেক জনবল নিয়ে পরিচালনা সংক্রান্ত বিষয়গুলোতেও সিদ্ধান্ত এক সপ্তাহ পরে জানানো হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মন্ত্রী। ৮৫ শতাংশের বেশি সংখ্যক আক্রান্ত মানুষ ঘরে থেকে ট্রিটমেন্ট নিতে পারছেন এবং সেরে উঠছেন উল্লেখ করে মন্ত্রী জানান, আগামী এক সপ্তাহ পর্যবেক্ষণের পর আগামী সপ্তাহে নতুন সিদ্ধান্ত দেওয়া হবে।

 সব সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত/বেসরকারি অফিসসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অর্ধেক সংখ্যক কর্মকর্তা/কর্মচারী নিয়ে পরিচালনা করতে রোববার (২৩ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করে সরকার। এছাড়াও স্কুল-কলেজগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব বিধিনিষেধ আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।

তানজিদ/শান্তা