ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ
2022-01-21 19:50:33

ঢাকা, জানুয়ারি ২১: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি নির্দেশনা অনুযায়ী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়। 

শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক হলগুলো খোলা রেখে রোববার থেকে শুরু হবে অনলাইনে পাঠদান।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কার্যক্রম সীমিত করা হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খোলা থাকবে। 

এদিকে, সশরীরে ক্লাস বন্ধ রেখে অনলাইনে পাঠদান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও। উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক শুক্রবার স্থানীয় গণমাধ্যমে এ কথা জানান। 

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় দেশের সব স্কুল, কলেজ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করে বাংলাদেশ সরকার।

সাজিদ রাজু