পলাতক দুর্নীতিবাজদের রক্ষা করতে চায় সেইফগার্ড ডিফেন্ডারস
2022-01-19 18:48:36

জানুয়ারি ১৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়রে মুখপাত্র চাও লি চিয়ান আজ (বুধবার) নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে মানবাধিকার সংস্থা সেইফগার্ড ডিফেন্ডারস প্রকাশিত প্রতিবেদন খণ্ডন করেছেন।

 

তিনি বলেন, প্রতিবেদনটি মানবাধিকারের অজুহাতে পলাতক দুর্নীতিবাজদের রক্ষা করতে চায় এবং এটি দুর্নীতিকে আড়াল করার ঢাকনা।

 

জানা গেছে, মানবাধিকার সংস্থার প্রকাশিত প্রতিবেদনে চীন সরকারের অপারেশন ফক্স হান্ট ও অপারেশন স্কাইনেটকে কলঙ্কিত করা হয়।
 
চাও লি চিয়ান বলেন, সহযোগিতা করে আন্তঃদেশীয় দুর্নীতি দমন করা হল আন্তর্জাতিক সমাজের মতৈক্য। চীন সরকার দৃঢ়ভাবে দুর্নীতির বিরোধিতা করে এবং বিদেশে পলাতক দুর্নীতিবাজদের বিচারের কাঠগড়ায় দাঁড় করায়। আর এটি হল ন্যায়বিচারের কাজ, তাতে চীনাদের সম্পূর্ণ সমর্থন ও আন্তর্জাতিক সমাজের ব্যাপক স্বীকৃতি রয়েছে।
 
চাও লি চিয়ান বলেন, চীনের আইন ও বিচার বিভাগ আন্তর্জাতিক নিয়ম মেনে অন্য দেশের বিচারিক সার্বভৌমত্বকে সম্মান করে সহযোগিতা করে এবং অন্য দেশের সহযোগিতার অনুরোধের জবাব দেয়। (শিশির/এনাম/রুবি)