ব্রিক্স শীর্ষ সম্মেলনের সফল আয়োজনে প্রচেষ্টা চালাবে চীন
2022-01-19 16:50:23

জানুয়ারি ১৯: গতকাল (মঙ্গলবার) ব্রিক্স সদস্য দেশগুলোর সমন্বয়কারীদের চলতি বছরের প্রথম অধিবেশন ভিডিও লিংকের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

 

চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মা চাও স্যু অধিবেশনে সভাপতিত্ব করেন। রাশিয়া, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার ব্রিক্স-বিষয়ক সমন্বয়কারীরা তাতে অংশ নেন।

 

মা চাও স্যু বলেন, ১৬ বছরের উন্নয়নের পর ব্রিক্স ব্যবস্থা পাঁচটি দেশের পরস্পরের সহযোগিতা ও কল্যাণ জোরদারের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। যা আন্তর্জাতিক শৃঙ্খলা, বিশ্ব প্রশাসন ও যৌথ উন্নয়নের গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে।

 

তিনি বলেন, চীন চলতি  বছর ব্রিক্সের চেয়ারম্যান দেশ হিসেবে দায়িত্ব পালন শুরু করেছে। বিভিন্ন পক্ষের সঙ্গে গুণগতমানের অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা, বিশ্ব উন্নয়নের নতুন যুগ সৃষ্টিকে কেন্দ্র করে আরও সার্বিক, ঘনিষ্ঠ ও সহনশীল অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায় চীন। 

 

মা চাও স্যু আরও বলেন, চলতি বছর চীন ব্রিক্স দেশগুলোর শীর্ষ নেতাদের বৈঠক ও পুরো বছরের অনুষ্ঠানগুলো সুষ্ঠুভাবে আয়োজনের জন্য যথাসাধ্য চেষ্টা চালাবে। বহুপক্ষবাদ, মহামারি পরাজিত করা এবং অর্থনীতির পুনরুদ্ধারসহ নানা ক্ষেত্রে বাস্তব সহযোগিতা জোরদার করবে চীন। (রুবি/এনাম/শিশির)