সবার দুয়ারে উন্নয়নের সুফল পৌঁছাতে চান প্রেসিডেন্ট সি
2022-01-19 16:29:45


 

জানুয়ারি ১৯: গত ১৭ জানুয়ারি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিং থেকে অনলাইনে ২০২২ বিশ্ব অর্থনীতি ফোরামে গুরুত্বপূর্ণ এক ভাষণ দিয়েছেন।

 

ভাষণে তিনি বিশ্বের কাছে চীনের অভিন্ন সমৃদ্ধির ধারণা তুলে ধরেন। তিনি বলেন, চীনে অভিন্ন সমৃদ্ধি বাস্তবায়িত হবে; তার মানে হলো সমতা বিধান করে উন্নয়নের সুফল সবার মাঝে পৌঁছে দেওয়া হবে। তাতে সকল মানুষ উন্নয়নের সাফল্য ন্যায্যভাবে উপভোগ করতে পারবে।

 

মাহামারি-উত্তর বিশ্বের নির্মাণ সম্পর্কে প্রেসিডেন্ট সি চারটি প্রস্তাব প্রদান করেছেন। তা হলো: সহযোগিতা করে মহামারিকে পরাজিত করা, ঝুকি মোকাবিলা করে বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা ও পুনরুদ্ধার এগিয়ে নিয়ে যাওয়া, উন্নয়নের ব্যবধান দূর করে বিশ্বের উন্নয়ন পুনরুদ্ধার করা এবং স্নায়ুযুদ্ধের মানসিকতা পরিত্যাগ করে শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক লাভ ও কল্যাণ বাস্তবায়ন করা।

 

পাশাপাশি, অব্যাহতভাবে উচ্চ মানের উন্নয়ন, সংস্কার ও উন্মুক্তকরা এবং প্রাকৃতিক সভ্যতার নির্মাণ এগিয়ে নিয়ে যাবার প্রতিশ্রুতি দেন তিনি। (শিশির/এনাম/রুবি)