চীন-ভিয়েতনাম কূটনৈতিক সম্পর্কের ৭২তম বার্ষিকীতে প্রেসিডেন্ট সির অভিনন্দন
2022-01-18 18:47:43

জানুয়ারি ১৮: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (মঙ্গলবার) চীন-ভিয়েতনাম কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭২তম বার্ষিকী উপলক্ষ্যে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও সেদেশের প্রেসিডেন্টকে অভিনন্দ জানিয়েছেন।

 

সি চিন পিং বলেন, “কৌশলগত পারস্পরিক আস্থা সুসংবদ্ধ, ও সার্বিক সহযোগিতা জোরদার করতে ঘনিষ্ঠ যোগাযোগ এবং চীন-ভিয়েতনাম সম্পর্ককে এগিয়ে নিয়ে যাই আমরা”।

 

তিনি বলেন, “আমি খুব খুশি যে চীন-ভিয়েতনাম নানা ক্ষেত্রে নানা পর্যায়ের বিনিময় এবং মহামারি প্রতিরোধ ও অর্থনৈতিক পুনরুদ্ধার সহযোগিতা সুষ্ঠুভাবে চলছে, যা দুদেশের জনগণের জন্য কল্যান বয়ে এনেছে”।

 

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন ও ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রতিবেশী ও অভিন্ন লক্ষ্যের কমিউনিটি। শতাধিক বছরে অদেখা পরিবর্তন ও মহামারির জটিল অবস্থায় চীন ও ভিয়েতনাম দৃঢ়ভাবে নিজ নিজ দেশের অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ সমাজতান্ত্রিক পথে চলছে। (শিশির/এনাম/রুবি)

 

চীনা প্রেসিডেন্ট বলেন, চীন-ভিয়েতনাম বন্ধূত্বপূর্ণ সহযোগিতা দুদেশের অভিন্ন কৌশলগত স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং আঞ্চলিক এমনকি বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য সহায়ক। (শিশির/এনাম)