‘মিথ্যা, প্রতারনা, চুরির নীতি’তে চলে সিআইএ: চাও লি চিয়ান
2022-01-18 19:40:59


জানুয়ারি ১৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ‘মিথ্যা, প্রতারনা, ও চুরির নীতি’ অনুসারে কাজ করে থাকে। 


তিনি বলেন, এটি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র বক্তব্যে স্পষ্ট হয়ে পড়েছে। তারা অন্য দেশের বিরুদ্ধে নানা অপবাদ দেয়, কিন্তু নিজেরা মানবাধিকার লঙ্ঘন করে। পাশাপাশি, তারা ‘কালো অর্থ’ সরবরাহ করে  রাজনৈতিক অভ্যুত্থানের উস্কানি দেয়। 


তিনি আরো বলেন, মার্কিন সরকার মাঝে মাঝে কথিত “মানবাধিকার” ও “গণতন্ত্রের” কথা মুখে বলে, তবে তাদের কর্মকাণ্ড হচ্ছে তার বিপরীত। 

 

(আকাশ/এনাম/রুবি)