প্রেসিডেন্ট সির দাভোস ভাষণ: অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠনে চীনা প্রতিজ্ঞার প্রতিফলন
2022-01-18 19:20:20

জানুয়ারি ১৮: করোনা মহামারি ইতোমধ্যে তৃতীয় বছরে প্রবেশ করেছে। বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার এখনো অস্থিতিশীল। দক্ষিণ ও উত্তরের উন্নয়নের ব্যবধান বেড়েই চলছে। সংরক্ষণবাদ ও একতরফাবাদ মাথাচাড়া দিয়েছে। এমতাবস্থায় চীনের প্রেসিডেন্ট সি চিন পি আবারও বিশ্ব অর্থনীতি ফোরামে ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি আন্তর্জাতিক সমাজকে সংহতি জোরদার করে মহামারিকে পরাজিত করার সঠিক দিকনির্দেশনা দিয়েছেন।

 

 

আজ (মঙ্গলবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান।

 

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে চাও লি চিয়ান বলেন, নতুন বছরে এটি প্রেসিডেন্ট সি চিন পিং’র প্রথম গুরুত্বপূর্ণ কূটনৈতিক তত্পরতা। ২০১৭ সালে প্রেসিডেন্ট সির ভাষণের মূল বিষয় ছিল বিশ্বায়ন সম্পর্কে চীনের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করা । ২০২১ সালে চীন কীভাবে বহুপক্ষবাদ রক্ষা করে, তিনি তা তুলে ধরেছেন।

 

চীনা মুখপাত্র বলেন, এবারের ভাষণে সি চিন পিং বিশ্বায়ন, মানব জাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি,  বহুপক্ষবাদ ও চীনের গুণগতমান সম্পন্ন উন্নয়ন সম্পর্কে কথা বলেছেন। তাতে মানব জাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠনে চীনের দৃঢ় প্রতিজ্ঞা ও দায়িত্বশীলতা প্রতিফলিত হয়েছে। (রুবি/এনাম/শিশির)