নারায়ণগঞ্জে মেয়র পদে আইভীর হ্যাট্রিক জয়
2022-01-17 19:24:43

জানুয়ারি ১৭: বাংলাদেশে স্থানীয় রাজনীতিতে আলোচিত নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোট নিয়ে একটা উদ্বেগ-উৎকণ্ঠা ছিল প্রচারণার শুরু থেকেই। আশঙ্কা ছিল সহিংসতার। কিন্তু দেশের অন্য সব স্থানীয় সরকার নির্বাচনের বিপরীতে নারায়ণগঞ্জের মানুষ একটি চমৎকার নির্বাচন উপহার দিল দেশবাসীকে। দেশের বিভিন্ন গণমাধ্যমে এমন তথ্যই প্রকাশিত হয়েছে। 

রোববার অনুষ্ঠিত সিটি নির্বাচনে মেয়রপদে টানা তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হলেন নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্রপ্রার্থী তৈমুর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ৫৬২ ভোট। 

নির্বাচনে টানা তৃতীয় জয়ের পর প্রতিক্রিয়ায় আইভী জানান, তিনি জনগণকে ভালোবাসেন, কিন্তু তাদের আস্থা পেতে কখনো মিথ্যা আশ্বাস দেননি। জনগণ তার সততার মূল্যায়ন করেছেন। অন্যদিকে পরাজিত প্রার্থী তৈমুর আলম খন্দকার ইভিএমে ভোট ডাকাতির অভিযোগ এনে ভবিষ্যতে এ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। 

এদিকে, নারায়ণগঞ্জের ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪টিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবং বিএনপি সমর্থিতরা জয় পেয়েছেন ৯টিতে। 

মাহমুদ হাশিম/শান্তা