সংকট মোকাবিলার মাধ্যমে সুযোগ তৈরির প্রত্যাশা চীনের
2022-01-17 19:59:50


জানুয়ারি ১৭: বিশ্ব অর্থনীতি ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যানের আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (সোমবার) বেইজিং থেকে অনলাইনে ২০২২ বিশ্ব অর্থনীতি ফোরামে গুরুত্বপূর্ণ এক ভাষণ দিয়েছেন।   

 

ভাষণে তিনি বলেন, মতানৈক্যের মধ্যেই বিশ্বে উন্নয়ন হচ্ছে, যদি মতানৈক্য না থাকে, তাহলে বিশ্বও থাকবে না। 


তিনি বলেন, “যদি আমরা ইতিহাস দেখি, তাহলে দেখতে পাব, মানবজাতি সমস্যা ও সংকট সমাধানের মাধ্যমেই উন্নত হচ্ছে। আমাদের উচিত সংকট মোকাবিলা করার মাধ্যমে নতুন সুযোগসুবিধা তৈরি করা। পরিবর্তনশীল পরিস্থিতির মাধ্যমে নতুন পরিস্থিতি সৃষ্টি করা”। 


ভাষণে তিনি যৌথভাবে সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি যুগাতে সবার প্রতি আহ্বান জানান। 

(আকাশ/এনাম/রুবি)