বাংলাদেশে এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না: শিক্ষামন্ত্রী
2022-01-16 19:59:41

জানুয়ারি ১৬: বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনা সংক্রমণে ঊর্ধ্বমুখী প্রবণতা সত্ত্বেও সরকার এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছে না।

আজ সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র-পিএটিসিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এর আগে পিএটিসিতে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, টিকাদান কর্মসূচি জোরালোভাবে চলছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে সেই কর্মসূচিতে ভাটা পড়ার আশঙ্কা রয়েছে। কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে এখনও সংক্রমণের খবর পাওয়া যায়নি জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তারা পরিস্থিতি গভীর পর্যবেক্ষণে রেখেছেন।

মাহমুদ হাশিম/শান্তা