চীনা ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
2022-01-15 16:21:59

জানুয়ারি ১৫: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (শুক্রবার) চিয়াংসু প্রদেশের উসি শহরে সফররত ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এ সময় দুদেশের সার্বিক সহযোগিতা পরিকল্পনার বাস্তবায়ন জোরদারের ঘোষণা দেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

 

ওয়াং ই বলেন, ইরানের সঙ্গে চীনের শীর্ষ নেতার গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করে সমন্বয় ও যোগাযোগ জোদার করতে চায় চীন। চীন-ইরান সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ককে এগিয়ে নেবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আগামি ৫০ বছরে নতুন যুগের সূচনা করবে বেইজিং।

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তাঁর দেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে বলেন, চীনের নিজের কেন্দ্রীয় স্বার্থ রক্ষায় সমর্থন করে এবং একচীন নীতিতে অবিচল থাকবে তেহরান। ‘এক অঞ্চল, এক পথ’ প্রস্তাবের উচ্চ মূল্যায়ন করে এবং ইতিবাচকভাবে এতে অংশগ্রহণ করবে ইরান ।

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা হল ইরানের সর্বোচ্চ নীতি। দ্বিপক্ষীয় সহযোগিতা দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাবে এবং বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসকে সমর্থন করে তেহরান।

 

বৈঠকে দুপক্ষ ইরান পরমাণু পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, সার্বিক চুক্তি বাস্তবায়ন পুনরুদ্ধারকে সমর্থন করে বেইজিং এবং  পরবর্তী আলোচনায় গঠনমূলক অংশগ্রহণ করবে চীন। (শিশির/এনাম/রুবি)