ফেডারেল রিজার্ভে ৩ কর্মকর্তাকে মনোনয়ন দিলেন বাইডেন
2022-01-15 16:23:50

জানুয়ারি ১৫:  মার্প্রেকিন সিডেন্ট জো বাইডেন গতকাল (শুক্রবার) অর্থ মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা সারাহ ব্লুম রাসকিনসকে মার্কিন ফেডারেল রিজার্ভের ভাইস-চেয়ারম্যান এবং দুজন অধ্যাপককে গভর্নর মনোনীত করেছেন।

 

এ দিন প্রকাশিত হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, বর্তমানে যুক্তরাষ্ট্র পণ্যের দাম বৃদ্ধির চ্যালেঞ্জের সম্মুখীণ এবং ফেডারেল রিজার্ভের উচিত স্থিতশীল ও স্বাধীন নেতৃত্বের ভূমিকা পালন করা। এমতাবস্থায় রাসকিনস ভাইস-চেয়ারম্যানের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থীদের অন্যতম। মিশিগান স্টেট ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক লিসা কুক এবং ডেভিডসন কলেজের অর্থনীতির অধ্যাপক ফিলিপ জেফারসন হলেন মেধাবী অর্থনীতিবিদ এবং ধারাবাহিক অর্থনৈতিক সমস্যা মোকাবিলায় অভিজ্ঞতা রয়েছে তাঁদের।

 

এ তিনজন চেয়ারম্যান পদে মনোনীত পাওয়েলের সাথে মার্কিন অর্থনীতির শক্তিশালী ও টেকসই পুনরুদ্ধারে কাজ কবেন বলে বিশ্বাস করেন বাইডেন। (শিশির/এনাম/রুবি)