সিনচিয়াংয়ে 'জোরপূর্বক শ্রম' আদায়ের তথ্য মিথ্যা: জাপানি বিশেষজ্ঞ
2022-01-14 19:25:04

জানুয়ারি ১৪: পশ্চিমা দেশগুলোর কোনো কোনো গণমাধ্যমে সিনচিয়াংয়ে ‘জোরপূর্বক শ্রম’ আদায়ের যে-তথ্য প্রকাশিত হয়েছে, তা মিথ্যা ও ভুয়া। জাপানের কিয়ো ইউনিভার্সিটির অধ্যাপক হিরোশি ওনিশি গতকাল (বৃহস্পতিবার) অনলাইনে চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের গণ-সরকার আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

ওনিশি বলেন, সিনচিয়াংয়ে বর্তমানে তুলা চাষে অধিকাংশ জমিতে যন্ত্রের ব্যবহার হচ্ছে। অথচ বিবিসি-সহ কিছু পশ্চিমা গণমাধ্যম সিনচিয়াংয়ে জোরপূর্বক শ্রম আদায়ের গল্প প্রকাশিত হচ্ছে।

তিনি আরও বলেন, সিনচিয়াংয়ে তথাকথিত ‘জোরপূর্বক শ্রমিক স্থানান্তরের’ খবরও ভুয়া। সিনচিয়াংয়ের স্থানীয় বাসিন্দাদের উপকূলবর্তী এলাকায় স্থানান্তরের মূল কারণ হচ্ছে, সেখানে ভালো কর্মসংস্থানের সুযোগ রয়েছে এবং সেখানকার জীবনমানও ভালো।

উল্লেখ্য, ওনিশি চীনে একাধিক বার ভ্রমণ করেছেন এবং ‘চীনা সংখ্যালঘু জাতির উন্নয়ন ও অর্থনৈতিক ব্যবধান’ শীর্ষক প্রতিবেদন রচনা করেছেন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)