চীনে প্রতি ১০ হাজার মানুষের জন্য উচ্চমানের পেটেন্ট ৭.৫টি
2022-01-13 18:53:24


জানুয়ারি ১৩: ২০২১ সালের শেষ নাগাদ পর্যন্ত, চীনে প্রতি ১০ হাজার মানুষের জন্য উচ্চমানের পেটেন্টের সংখ্যা ছিল ৭.৫টি, যা ২০২০ সালের তুলনায় ১.২টি বেশি। জাতীয় মেধাস্বত্ব ব্যুরোর পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, চীনের ‘চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা’ এবং ‘২০৩৫ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি লক্ষ্য’ শীর্ষক পরিকল্পনায় প্রথমবারের মতো ‘১০ হাজার মানুষের জন্য উচ্চমানের পেটেন্টের সংখ্যা’-কে অথনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম প্রধান সূচক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)