জিসিসি’র মহাসচিব এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী
2022-01-12 10:50:43

জানুয়ারি ১২: গতকাল (মঙ্গলবার) চীনের চিয়াংসু প্রদেশের উসি শহরে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব নাইফ ফালাহ্ আল হাজরাফের সঙ্গে বৈঠক করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বৈঠককালে ওয়াং ই বলেন, চীন ও জিসিসির উচিত অতুলনীয় পরিবর্তন ও মহামারীর সৃষ্ট অনিশ্চয়তার সামনে যৌথভাবে বিশ্বের শান্তিপূর্ণ উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা পালন করা।

 

নাইফ বলেন, জিসিসির গুরুত্বপূর্ণ, কৌশলগত ও বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন। আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে চীনের গুরুত্বপূর্ণ প্রভাব ও ভূমিকার প্রশংসা করে জিসিসি। পাশাপাশি, ভবিষ্যতে দু’পক্ষের সহযোগিতা প্রত্যাশা করে সংস্থাটি।

 

চীন ও জিসিসি কৌশলগত অংশীদারি সম্পর্ক গঠনে একমত হয়েছে। যত দ্রুত সম্ভব দু’পক্ষের মধ্যে চতুর্থ দফা সংলাপ আয়োজনের ঘোষণা দেন তিনি। যাতে আগামী ৩ বছরের সংলাপ পরিকল্পনা ও অবাধ বাণিজ্য চুক্তির আলোচনা শেষ করা যায়।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লাতিফ বিন রাশিদ জায়ানির সঙ্গে বৈঠকে ওয়াং ই বলেন, দু’দেশের নেতৃবৃন্দের নির্দেশনায় দ্বিপক্ষীয় সম্পর্কের দ্রুত উন্নতি হয়েছে এবং বাস্তব সহযোগিতায় অনেক সাফল্য অর্জিত হয়েছে। চীন বাহরাইনের দীর্ঘকালীন ও নির্ভরশীল অংশীদার হবে, দেশটির প্রয়োজনীয় কোভিড-১৯ টিকা সরবরাহ করবে এবং আরো বেশি চীনা শিল্পপ্রতিষ্ঠানকে বাহরাইনে পুঁজি বিনিয়োগে উত্সাহ দেবে।

 

জায়ানি বলেন, মানবাধিকার ইস্যুতে রাজনীতিকরণের বিরোধিতা করে তাঁর দেশ। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সফল আয়োজন এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীনের ৫টি প্রস্তাবের প্রশংসা করেন তিনি।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)