কাজাখস্তানের স্থিতিশীল উন্নয়নে চীন প্রয়োজনীয় সাহায্য দেবে: চীনা মুখপাত্র
2022-01-12 19:18:18

জানুয়ারি ১২: কাজাখস্তানে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে এবং দেশটির স্থিতিশীল উন্নয়নের জন্য চীন যাবতীয় প্রয়োজনীয় সাহায্য দিয়ে যাবে। আজ (বুধবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে চীনা মুখপাত্র ওয়াং ওয়েন পিন এ কথা বলেন।

তিনি বলেন, কাজাখস্তানে দাঙ্গাহাঙ্গামার পর চীনা প্রেসিডেন্ট সি চিন পিং কাজাখ প্রেসিডেন্ট টোকায়েভের প্রতি সমর্থন প্রকাশ করেন। শাংহাই সহযোগিতা সংস্থার অন্য সদস্যদের সাথে নিয়ে চীন কাজাখ পরিস্থিতি নিয়ে একটি যৌথবিবৃতিও প্রকাশ করে।

চীনা মুখপাত্র আরও বলেন, চীনের পক্ষ থেকে এসব উদ্যোগে দু’দেশের গভীর মৈত্রী ও আস্থার প্রতিফলন ঘটেছে। (ইয়াং/আলিম/ছাই)