কিয়েভে ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে জার্মান ও ফরাসি প্রতিনিধিদের বৈঠক
2022-01-12 19:16:53

জানুয়ারি ১২: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির অলেক্সান্দ্রোভিচ জেলেনস্কি গতকাল (মঙ্গলবার) কিয়েভে জার্মান চ্যান্সেলরের পররাষ্ট্র ও নিরাপত্তা উপদেষ্টা জেনস প্লাটনার এবং ফরাসি প্রেসিডেন্টের পররাষ্ট্র উপদেষ্টা ইমানুয়েল বননেটের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এসময় তাঁরা সীমান্ত পরিস্থিতি এবং ‘নরম্যান্ডি মোড’ চার দেশ শীর্ষসম্মেলন পুনরুদ্ধার বিষয় নিয়ে মতবিনিময় করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে এ খবর প্রকাশিত হয়।

বৈঠকে জেলেনস্কি ২০১৯ সালে ‘নরম্যান্ডি মোড’ প্যারিস শীর্ষ সম্মেলন আয়োজনে জার্মানি ও ফ্রান্সের প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি জোর দিয়ে বলেন, ‘এখন সংঘাত বন্ধের জন্য বাস্তব ব্যবস্থার প্রশ্নে ঐকমত্যে পৌঁছানো উচিত।’  (ইয়াং/আলিম/ছাই)