চিয়াং সু প্রদেশের উসি’তে চীন-কুয়েত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
2022-01-12 19:18:31


জানুয়ারি ১২: আজ (বুধবার) চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দেশের চিয়াং সু প্রদেশের উসি শহরে কুয়েতের সফররত পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে ওয়াং ই বলেন, দু’দেশের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক আস্থা ও গভীর মৈত্রীর সম্পর্ক রয়েছে। এটি চীন ও কুয়েতের সম্পর্কের সুস্থ উন্নয়নের সবচেয়ে নির্ভরযোগ্য রাজনৈতিক সুনিশ্চয়তা।

ওয়াং ই আরও বলেন, কুয়েত হচ্ছে চীনের বন্ধু। উপসাগরীয় সহযোগিতা সংস্থার সদস্যদেশগুলোর মধ্যে কুয়েত সবার আগে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে; সবার আগে সক্রিয়ভাবে ‘এক অঞ্চল, এক পথ’ সহযোগিতামূলক দলিলে স্বাক্ষর করে। চীন কুয়েতের প্রশংসা করে।

জবাবে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দু’দেশের সম্পর্ক ইতোমধ্যেই দৃষ্টান্তে পরিণত হয়েছে। সুদীর্ঘকাল ধরে কুয়েতকে সহায়তা দিয়ে আসায় তিনি চীনকে ধন্যবাদও জানান। (ওয়াং হাইমান/আলিম/ছাই)