২০২১ সালের চতুর্থ প্রান্তিকে চীনের মূল ভূভাগের ভোক্তা-আস্থা-সূচক ছিল ১০৬
2022-01-10 15:14:43

জানুয়ারি ১০: ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে চীনের মূল ভূভাগের ভোক্তা-আস্থা-সূচক ছিল ১০৫.৮। একই সময়ে চীনের হংকং, ম্যাকাও ও তাইওয়ানে ভোক্তা-আস্থা-সূচক ছিল যথাক্রমে  ৭০.৬, ৭৫.৮ ও ৯৩.৭।

এ সূচক চীনের ক্যাপিটাল ইউনিভার্সিটি অফ ইকনোমিক্স অ্যান্ড বিজনেস, সিটি ইউনিভার্সিটি অফ হংকং, ম্যাকাও ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং তাইওয়ানের ফু জেন ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের যৌথ-গবেষণার ফল অনুসারে নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ভোক্তা-আস্থা-সূচক হলো দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ভোক্তাদের প্রত্যাশা নির্দেশক। এ সূচক ১০০-এর নিচে থাকা মানে ভোক্তাদের আস্থা কম। আর সূচক ১০০ বা তারচেয়ে বেশি থাকা মানে ভোক্তাদের আস্থা বেশি। (ইয়াং/আলিম/ছাই)