যুক্তরাষ্ট্রের উচিত আফগান অর্থ ফেরত দেওয়া: ইরান
2022-01-10 10:18:21

জানুয়ারি ১০: গতকাল (রোববার) ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান আফগান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং তাঁর সফরসঙ্গীদের সঙ্গে সাক্ষাত করেছেন।

 

সাক্ষাত্কালে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বিগত ২০ বছরে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর ভুল নীতির নিন্দা জানিয়ে বলেন, আফগানিস্তান ও তার প্রতিবেশী দেশের মধ্যে মতভেদ তৈরী করা এতদাঞ্চলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নীতির অন্যতম।

 

 

তিনি বলেন,  মানবিক কারণে যুক্তরাষ্ট্রের উচিত আফগান জনগণের জব্দ অর্থ ফেরত দেওয়া। আফগান জনগণকে মানবিক সাহায্য দেয়ার পাশাপাশি তার আঞ্চলিক প্রভাব কাজে লাগিয়ে আফগানিস্তানকে আরো বেশি সহায়তা করবে ইরান ।

 

(প্রেমা/এনাম/শুয়েই)