ভিয়েনায় পরমাণু আলোচনার ইতিবাচক অগ্রগতিতে কাজ করছে তেহরান
2022-01-06 10:32:33

জানুয়ারি ৬: গতকাল (বুধবার) ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক মোহাম্মদ হোসেইন বাঘেরি বলেছেন, ইরানের পরমাণু সার্বিক চুক্তির সংশ্লিষ্ট পক্ষগুলো আলোচনায় ইতিবাচক অগ্রগতি অর্জনের চেষ্টা করছে।

 

ইরানের বার্তাসংস্থা সূত্রে জানা গেছে, এ দিন ভিয়েনায় বাঘেরি গণমাধ্যমকে জানান, অষ্টম দফার পরমাণু চুক্তি আলোচনা শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন পক্ষ নিরলস প্রচেষ্টা চালাচ্ছে।

 

তিনি বলেন, আলোচনা সফল করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা নির্মূলে একমত হওয়া। যদি সবপক্ষ এ ব্যাপারে আন্তরিকতা প্রকাশ করে এবং পরমাণু চুক্তি থেকে আবারও নিজেদের প্রত্যাহার না করে, তাহলে কম সময়ের মধ্যেই চুক্তিতে পৌঁছানো সম্ভব।

 

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল মাস থেকে ভিয়েনায় ইরানের পরমাণু চুক্তি আলোচনা আবারও শুরু হয়েছে। অষ্টম দফার আলোচনা গত ২৭ ডিসেম্বর থেকে চলছে। (সুবর্ণা/এনাম/রুবি)