চীনের শিল্পায়ন থেকে শিক্ষা নিতে চায় পাকিস্তান
2022-01-06 11:10:33

জানুয়ারি ৬: গতকাল (বুধবার) পাকিস্তান সিনেটের চেয়ারম্যান সাদিক সানজরানী বলেন, চীনের শিল্পায়ন সাফল্য উল্লেখযোগ্য, তাই তাঁর দেশের চীনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া উচিত।

 

এ দিন পাকিস্তানে চীনা দূতাবাসে অনুষ্ঠিত ‘পাকিস্তানে চীনা প্রতিষ্ঠান সমিতি’র টেকসই উন্নয়ন রিপোর্ট-২০২১’ প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, চীন শুধু নিজের দ্রুত উন্নয়ন বাস্তবায়ন করেছে-তা নয়, বরং এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন-আমেরিকাসহ বিভিন্ন অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করেছে।

 

তিনি বলেন, মহামারীর মুখে পাকিস্তানের শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং দীর্ঘকালের উন্নয়ন বাস্তবায়ন করা দরকার।

 

তিনি আরো বলেন, রিপোর্টটি চীন-পাক অর্থনৈতিক করিডোর এবং দেশটিতে চীনা প্রতিষ্ঠানের প্রতি পাক জনগণের উপলব্ধি বাড়াতে সহায়ক হবে। পাক শিল্প ও বাণিজ্য জগতের ব্যক্তিদের উচিত চীনের কাছ থেকে শিক্ষা নিয়ে করিডোরসহ বিভিন্ন প্রকল্প নির্মাণের মাধ্যমে দু’দেশের শিল্প সহযোগিতা গভীরতর করা।

 

(প্রেমা/এনাম/রুবি)