নিজের ভুল ঠিক করার জন্য লিথুয়ানিয়ার পদক্ষেপ নেওয়া উচিত্‌: চীনা মুখপাত্র
2022-01-05 16:48:38

জানুয়ারি ৫: আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে লিথুয়ানিয়ার প্রেসিডেন্টের ক্ষমা চাওয়ার বিষয়ে মন্তব্য করেছেন।

 

মুখপাত্র বলেন, ভুল সম্পর্কে সচেতন হওয়া সঠিক কাজ; তবে আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো- উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। যাতে ‘স্বাধীন তাইওয়ান’ ধারণা থেকে সরে আসা যায় এবং ‘এক চীন নীতিতে’ ফিরে আসা যায়।

 

তিনি আরও বলেন, চীন ও লিথুয়ানিয়ার সম্পর্কের অবনতির কারণ খুব স্পষ্ট। নিজের ভুলের অজুহাত দিয়ে সমস্যা সমাধান হবে না এবং চীন-লিথুয়ানিয়ার সম্পর্ক উন্নত হবে না।

মুখপাত্র বলেন, আমরা তাইওয়ান কর্তৃপক্ষকে জানাতে চাই যে, তথাকথিত বিচ্ছিন্নতাবাদী ‘স্বাধীন তাইওয়ান’ আচরণ অবশ্যই ব্যর্থ হবে।

(লিলি/তৌহিদ/শুয়েই)