ইউএনএসসিআরের স্থায়ী সদস্যদের পরমাণু অস্ত্র-বিষয়ক যৌথ বিবৃতিকে স্বাগত জানিয়েছেন গুতেরহিস
2022-01-04 15:49:32

জানুয়ারি ৪: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশ; তথা- চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স গতকাল (সোমবার) ‘পরমাণু যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতা এড়ানো-বিষয়ক এক যৌথ বিবৃতি প্রকাশ করেছে। একে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস।

প্রকাশিত এই বিবৃতিতে গুতেরহিস দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় পরমাণু অস্ত্র বিস্তার রোধ, নিরস্ত্রীকরণ ও সমরসজ্জা নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি ও প্রতিশ্রুতি মেনে চলার বিষয়ে ৫টি দেশের প্রশংসা করেছেন তিনি।

তিনি বলেন, তার কাছে উত্সাহব্যাঞ্জক বিষয় হলো পরমাণু অস্ত্রের-অধিকারী দেশগুলো পরমাণু যুদ্ধ এড়ানোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যা সংলাপ ও সহযোগিতার সঙ্গে সঙ্গতিপূর্ণ। সংশ্লিষ্ট ব্যবস্থার খোঁজ-খবর রাখবেন তিনি। পরমাণু ঝুঁকি দূর করার একমাত্র পদ্ধতি হলো পরমাণু অস্ত্র নির্মূল করা। পরমাণু অস্ত্রধারী দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করে এই লক্ষ্য বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

(লিলি/তৌহিদ/শুয়ে)