সিরিয়াকে নতুন দফা টিকা, চিকিত্সা সামগ্রী দিল চীন
2022-01-04 10:38:10

জানুয়ারি ৪: গতকাল (সোমবার) সিরিয়াকে নতুন দফা কোভিড-১৯ টিকা ও সনাক্তকরণ কিট প্রদান করেছে চীন।

সিরিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ফেং বিয়াও সিরীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এসব হস্তান্তর করেন।

চীনা রাষ্ট্রদূত ফেং বলেন, কোভিড-১৯ মহামারী সারা বিশ্বে এখনো ছড়িয়ে পড়ছে। ওমিক্রনসহ বিভিন্ন নতুন প্রজাতির ভাইরাস নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। তাই আন্তর্জাতিক সমাজের ঐক্যবদ্ধ ও পারস্পরিক সহায়তা এখন অতি জরুরি।

তিনি বলেন, চীন আন্তর্জাতিক সমাজের কাছে কোভিড-১৯ টিকার সরবরাহে সচেষ্ট রয়েছে এবং সারা বিশ্বে মহামারী প্রতিরোধে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ ‘টিকার জাতীয়তাবাদ’ সৃষ্টি করেছে এবং অন্যান্য দেশের কাছে টিকা সরবরাহে কার্যকর পদক্ষেপ নেয়নি।

সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী হাসান কাবাশ চীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কোভিড-১৯ মহামারী শুরুর পর সিরিয়াকে কয়েক দফা চিকিত্সা সামগ্রী এবং মানবিক ত্রাণ সামগ্রী পাঠিয়েছে চীন, যা সিরিয়ার মহামারী প্রতিরোধ ও গণজীবিকার উন্নয়নে বিরাট ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, বৈদেশিক হস্তক্ষেপ ও নিষেধাজ্ঞার বিরোধিতা করবে সিরিয়া। চীনসহ বিভিন্ন বন্ধু দেশের সহায়তায় নিজের অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ উন্নয়নের পথ খুঁজে বের করবে দামেস্ক।(সুবর্ণা/এনাম/রুবি)