চীন পরমাণু খাতে বিশ্ব প্রশাসন এগিয়ে নিতে বুদ্ধি দেবে
2022-01-04 18:55:21

জানুয়ারি ৪: আজ (মঙ্গলবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন পাঁচ দেশের উদ্যোগে ‘পরমাণু যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতা এড়ানো-বিষয়ক এক যৌথ বিবৃতি’ নিয়ে সংবাদ-দাতাদের প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, চীন পরমাণু খাতে বিশ্ব প্রশাসন এগিয়ে নিতে বুদ্ধি যোগাবে।

 

তিনি আরও বলেন, চীন বরাবরই স্ব-প্রতিরক্ষার পরমাণু কৌশলে বিশ্বাসী; প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার না-করার নীতি মনে চলে এবং নিজের পরমাণু শক্তি দেশীয় নিরাপত্তায় কাজে লাগায়। যা বিশ্বের কৌশলগত স্থিতিশীলতায় চীনের গুরুত্বপূর্ণ অবদান। চীন অব্যাহতভাবে পরমাণু খাতে বৈশ্বিক শাসন এগিয়ে নিতে শান্তিপ্রেমী সব দেশের সঙ্গে সহযোগিতা চালাবে।

 

মুখপাত্র বলেন, পাঁচ দেশের নেতৃবৃন্দ পরমাণু অস্ত্রের বিষয়ে প্রথমবারের মতো যৌথ বিবৃতি দিয়েছে। এতে পাঁচ দেশের পরমাণু যুদ্ধ এড়ানোর ইচ্ছা প্রতিফলিত হয়েছে। যা সামষ্টিক স্থিতিশীল ও সুষম উন্নয়নশীল বড় রাষ্ট্রের সম্পর্ক গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ। পাঁচ দেশ কৌশলগত পারস্পরিক আস্থা বাড়াবে, সহযোগিতা জোরদার করবে এবং দীর্ঘস্থায়ী শান্তিপূর্ণ ও নিরাপদ পৃথিবী নির্মাণে ইতিবাচক ভূমিকা রাখবে।

লিলি/তৌহিদ/শুয়ে