চীন ও কাজাখস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩০তম বার্ষিকীতে দু’দেশের নেতাদের অভিনন্দনবার্তা বিনিময়
2022-01-03 15:56:13

জানুয়ারি ৩: আজ (সোমবার) চীন ও কাজাখস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩০তম বার্ষিকী উদযাপনের জন্য চীনের প্রেসিডেন্ট সি চিন পিং পৃথক পৃথকভাবে কাজাখস্তানের প্রথম প্রেসিডেন্ট নুরসুলতান নজরবায়েভ ও বর্তমান প্রেসিডেন্ট কাসিম জোমার্ত তোকায়েভের সঙ্গে অভিনন্দনবার্তা বিনিময় করেছেন।

 

নজরবায়েভকে প্রেসিডেন্ট সি বলেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩০ বছরে চীন ও কাজাখস্তানের সম্পর্ক যুগোপযোগী এবং সৃজনশীল ও প্রাণবন্ত উন্নয়নের প্রবণতা বজায় রেখে আসছে এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে সুপ্রতিবেশীসূলভ বন্ধুত্ব ও পারস্পরিক কল্যাণের দৃষ্টান্ত হয়ে উঠেছে। প্রেসিডেন্ট নজরবায়েভ দৃঢ়ভাবে চীনের সঙ্গে বন্ধুত্ব চান। তিনি দু’দেশের সম্পর্কের উন্নয়ন ও যৌথভাবে ‘এক অঞ্চল, এক পথ’ সহযোগিতা এগিয়ে নিতে অসামান্য অবদান রেখেছেন; তার উচ্ছ্বসিত প্রশংসা করেন প্রেসিডেন্ট সি।

 

অভিনন্দনবার্তায় প্রেসিডেন্ট সি বলেন, নজরবায়েভ তাঁর পুরানো বন্ধু। কাজাখস্তানের প্রথম প্রেসিডেন্ট হিসেবে তার সঙ্গে স্থাপিত সুষ্ঠু সম্পর্ক এবং গভীর ব্যক্তিগত মৈত্রীর ওপর গুরুত্ব দেন তিনি। নজরবায়েভের সঙ্গে দু’দেশের দীর্ঘস্থায়ী সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্কের উন্নয়ন এগিয়ে নেওয়া এবং দু’দেশ ও দু’দেশের জনগণকে কল্যাণে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন সি চিন পিং।

 

তোকায়েভকে দেওয়া অভিনন্দনবার্তায় প্রেসিডেন্ট সি বলেন, চীন ও কাজাখস্তান একে অপরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ ও স্থায়ী সার্বিক কৌশলগত অংশীদার দেশ। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩০ বছরে দু’দেশের সম্পর্ক সবসময় উচ্চ পর্যায়ে ছিল। পারস্পরিক রাজনৈতিক আস্থা গভীরতর হচ্ছে, বিভিন্ন স্তরে বিনিময় দিন দিন ঘনিষ্ঠ হয়ে উঠছে, যৌথভাবে ‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগ নির্মাণের সহযোগিতা ফলপ্রসূ হয়েছে, যাতে দু’দেশের জনগণের কল্যাণ হয়।

(লিলি/তৌহিদ/শুয়েই)