চীন-ক্যাম্বোডিয়ার অবাধ বাণিজ্য চুক্তি পহেলা জানুয়ারি থেকে কার্যকর হয়েছে
2022-01-02 15:28:42

জানুয়ারি ২: চীন-ক্যাম্বোডিয়ার অবাধ বাণিজ্য চুক্তি গতকাল (শনিবার) কার্যকর হয়েছে। গত ১২ অক্টোবর চুক্তিটি স্বাক্ষর হয়। বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশের সঙ্গে স্বাক্ষরিত প্রথম অবাধ বাণিজ্য চুক্তি এটি।

চীন-ক্যাম্বোডিয়ার অবাধ বাণিজ্য চুক্তি অনুযায়ী ক্যাম্বোডিয়া ও চীনের পণ্যের ওপর পারস্পরিক শুল্কের অনুপাত যথাক্রমে ৯৭.৫ এবং ৯০ শতাংশ। যা বর্তমানে সব অবাধ বাণিজ্য চুক্তির সর্বোচ্চ মান।

 

পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০২১ সালের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত চীন ও ক্যাম্বোডিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১০৯৮ কোটি মার্কিন ডলার; যা গত বছরের অনুরূপ সময়ের ৪৫.৯ শতাংশ। ২০৩০ সাল নাগাদ দু’পক্ষের বাণিজ্যিক লক্ষ্য নির্ধারণ করা হয় ১০০০ কোটি মার্কিন ডলার; যা অনেক আগেই বাস্তবায়িত হলো।

(লিলি/তৌহিদ/শুয়েই)