চীনের অর্থনীতি আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতার সম্ভাবনা বাড়িয়েছে: গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্ক
2021-12-22 11:17:57

ডিসেম্বর ২২: গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে ‘নতুন উন্নয়ন কাঠামোতে চীনের আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতার চিত্র’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্ক। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান বিশ্বে ডিজিটল অর্থনীতি, সবুজ অর্থনীতি, অবকাঠামো নির্মাণ, পরিসেবা বাণিজ্যে সহযোগিতার সম্ভাবনা উজ্জ্বল। চীনের অর্থনীতি আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতার সম্ভাবনা বাড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মহামারীর পর চীনের অর্থনীতির তিনটি চালিকাশক্তি দৃশ্যমান। আর এগুলো হচ্ছে: অর্থনীতির একীকরণ প্রক্রিয়া, ডিজিটাল অর্থনীতি, বিভিন্ন খাতে পর্যাপ্ত প্রতিভাবান লোকের সমাহার। চীনের বাজার ও সম্পদ আন্তর্জাতিক কোম্পানিগুলোর জন্য বেশ আকর্ষণীয়। (সুবর্ণা/আলিম/শুয়ে ফেই ফেই)