জাপানে মোতায়েন মার্কিন বাহিনী খরচ ভাগাভাগি নিয়ে একমত
2021-12-22 17:24:14

জাপানে মোতায়েন মার্কিন বাহিনী খরচ ভাগাভাগি নিয়ে একমত_fororder_1222-2

ডিসেম্বর ২২: আগামী পাঁচ বছরে জাপানে মোতায়েন মার্কিন বাহিনীর খরচ ভাগাভাগির বিষয়ে গতকাল (মঙ্গলবার) জাপান ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে। দু’দেশের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত জাপান ৯২৭.৮ কোটি মার্কিন ডলার খরচ বহন করবে। যা ২০১৬ থেকে ২০২০ সালের তুলনায় ৬৬ কোটি মার্কিন ডলার বেশি।

জানা গেছে, বর্ধিত বাজেট মূলত জাপানের প্রতিরক্ষাবাহিনীর সামর্থ্য বৃদ্ধি, নতুন সামরিক সরঞ্জাম কেনা এবং মার্কিন সামরিক ঘাঁটির মেরামতে খরচ করা হবে।

(স্বর্ণা/তৌহিদ/ছাই)