যুক্তরাষ্ট্রের উচিত বিভিন্ন দেশে নিজের যুদ্ধাপরাধের জন্য প্রায়শ্চিত্ত করা: চীনা মুখপাত্র
2021-12-22 14:33:49

ডিসেম্বর ২২: মার্কিন বাহিনী অনেক দেশে যুদ্ধাপরাধ করেছে,  বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করেছে। দেশটির উচিত এর প্রায়শ্চিত্ত করা; সতর্কভাবে তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দেওয়া। গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র চাও বলেন, যুক্তরাষ্ট্র নিজের যুদ্ধাপরাধ ধামাচাপা দিতে বরাবরই সচেতন। এ থেকে গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে  দেশটির আসল দৃষ্টিভঙ্গি বোঝা যায়।

মার্কিন তথ্যমাধ্যমের খবর অনুযায়ী, গত ৫ বছরে মার্কিন বাহিনী আফগানিস্তান, ইরাক ও সিরিয়ায় ৫০ হাজারেরও বেশি বিমানহামলা চালায়। মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানহামলায় শিশুসহ কয়েক হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।  (প্রেমা/আলিম/শুয়েই)