অভিজিৎ হত্যা: মেজর জিয়াকে ধরতে মার্কিন সরকারের পুরস্কার ঘোষণা
2021-12-21 19:18:00

অভিজিৎ হত্যা: মেজর জিয়াকে ধরতে মার্কিন সরকারের পুরস্কার ঘোষণা_fororder_4444444

ঢাকা, ডিসেম্বর ২১: বাংলাদেশি-আমেরিকান ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে হত্যার মূল পরিকল্পনাকারী সৈয়দ জিয়াউল হক (মেজর জিয়া) ও আকরাম হোসেনকে ধরতে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক পোস্টারে বলা হয়, “২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকায় একটি বইমেলা থেকে বেরিয়ে আসার সময় আল-কায়েদা-সংশ্লিষ্ট সন্ত্রাসীরা অভিজিৎ রায়কে হত্যা এবং তার স্ত্রী রাফিদা বন্যা আহমেদকে আহত করে।”

“বাংলাদেশে আমেরিকান নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলার তথ্যের জন্য ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’র ৫০ লাখ ডলার পর্যন্ত পুরস্কার” শীর্ষক ওই পোস্টারে আরও বলা হয়, “ওই হামলায় ভূমিকার জন্য বাংলাদেশের একটি আদালতে ছয়জনকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে। আসামিদের মধ্যে দুজন সৈয়দ জিয়াউল হক (মেজর জিয়া) ও আকরাম হোসেনের অনুপস্থিতিতে বিচারকার্য সম্পন্ন হয়েছিল এবং তারা এখনো পলাতক রয়েছেন।”

পোস্টারে একটি ফোন নম্বর দিয়ে, মেজর জিয়া, আকরাম বা হামলার সাথে জড়িত অন্য কারো সম্পর্কে কোনও তথ্য থাকলে ওই নম্বর (+১—২০২-৭০২-৭৮৪৩) ব্যবহার করে সিগন্যাল, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া @RFJ_USA নামে একটি টুইটার হ্যাণ্ডলও দেওয়া হয় তথ্য প্রদানের জন্য।

পোস্টারের নিচে বাম দিকের কোণায় মার্কিন পররাষ্ট্র দফতরের নাম ও প্রতীক, ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস এবং রিওয়ার্ডস ফর জাস্টিসের নাম রয়েছে। ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’সন্ত্রাস দমন কাজে ভূমিকার জন্য পুরস্কার দেওয়ার লক্ষ্যে মার্কিন পররাষ্ট্র দফতরের একটি কর্মসূচি।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে জঙ্গি হামলার শিকার হন অভিজিৎ ও তার স্ত্রী বন্যা। চাপাতির আঘাতে ঘটনাস্থলেই তিনি নিহত হন আর তাঁর স্ত্রীর হাতের আঙুল কাটা পড়ে।

রহমান/ সাজিদ