সিয়ামেন বিশেষ অর্থনৈতিক এলাকা প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকীতে অভিনন্দন জানিয়েছেন সি চিন পিং
2021-12-21 19:17:21

সিয়ামেন বিশেষ অর্থনৈতিক এলাকা প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকীতে অভিনন্দন জানিয়েছেন সি চিন পিং_fororder_微信图片_20211221191632

ডিসেম্বর ২১: এ বছর হলো চীনের সিয়ামেন বিশেষ অর্থনৈতিক এলাকা প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী। এ উপলক্ষ্যে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (মঙ্গলবার) অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

সিয়ামেন বিশেষ অর্থনৈতিক এলাকা প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকীতে অভিনন্দন জানিয়েছেন সি চিন পিং_fororder_微信图片_20211221191640

সি চিন পিং বলেছেন, ৪০ বছরে চীনা কমিউনিস্ট পার্টি—সিপিসি’র কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে সিয়ামেন বিশেষ অর্থনৈতিক এলাকায় নব্যতাপ্রবর্তন ও উন্নয়ন হচ্ছে। সিয়ামেন চীনের সংস্কার ও উন্মুক্তকরণ এবং সমাজতান্ত্রিক আধুনিক দেশ নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এ ছাড়া সিয়ামেন দেশের একতার জন্য বিশেষ ভূমিকা পালন করেছে।

সিয়ামেন বিশেষ অর্থনৈতিক এলাকা প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকীতে অভিনন্দন জানিয়েছেন সি চিন পিং_fororder_微信图片_20211221191637

সি বলেন, নতুন যুগে সিয়ামেনের উচিত নতুন উন্নয়ন জোরদার করা, সার্বিক উন্নয়নের ধারণা বাস্তবায়ন করা এবং নতুন পরিস্থিতিতে পরিষেবা উন্নত করা। সিয়ামেনকে সার্বিক সংস্কার ও উন্মুক্তকরণ জোরদার করা, উচ্চ মানের উন্নয়ন বাড়ানো, দু’তীরের অভিন্ন উন্নয়ন বেগবান করা এবং সমাজতান্ত্রিক আধুনিকায়ন বাস্তবায়ন করতে হবে।

উল্লেখ্য, সিয়ামেন বিশেষ অর্থনৈতিক এলাকা প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠান মঙ্গলবার সিয়ামেনে অনুষ্ঠিত হয়েছে।

(ছাই/তৌহিদ/স্বর্ণা)