আফগান পরিস্থিতির অবনতি ঠেকানো উচিত: পাকিস্তান প্রতিনিধি
2021-12-21 18:44:56

আফগান পরিস্থিতির অবনতি ঠেকানো উচিত: পাকিস্তান প্রতিনিধি_fororder_1221-4

ডিসেম্বর ২১: আফগান পরিস্থিতি এ অঞ্চল তথা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে জড়িত। আন্তর্জাতিক সমাজের উচিত আফগান পরিস্থিতির অবনতি ঠেকানো। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মুনির আকরাম গতকাল (সোমবার) সিনহুয়া বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেছেন।

তিনি বলেন, বর্তমান আফগানিস্তান মানবাধিকার ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে। অর্থনীতি সার্বিকভাবে ধ্বংস হওয়ার আশঙ্কাও আছে। এতে শরণার্থী সমস্যা ইরানসহ বিভিন্ন দেশকে প্রভাবিত করতে পারে। তা ছাড়া সার্বিক অর্থনীতি বিধ্বস্ত হলে দেশে অভ্যন্তরীণ সংঘর্ষ শুরু হতে পারে। মাদকপাচর ও সন্ত্রাসী তত্পরতাও দেখা দিতে পারে।

তিনি আরও বলেন, পাকিস্তান ইতোমধ্যে আফগানিস্তানকে ৩ কোটি মার্কিন ডলার মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে। তা ছাড়া মানবিক সহায়তার জন্য সীমানা খুলে দেওয়া হয়েছে। কাবুলে জরুরি ওষুধ ও খাবার পাঠাতে আকাশপথও খুলে দিয়েছে ইসলামাবাদ।

(স্বর্ণা/তৌহিদ/ছাই)