‘জীববৈচিত্র্য সংরক্ষণে বন কমকর্তাদের ভূমিকা রাখার আহ্বান’
2021-12-21 19:15:47

‘জীববৈচিত্র্য সংরক্ষণে বন কমকর্তাদের ভূমিকা রাখার আহ্বান’_fororder_22222222222

ঢাকা, ডিসেম্বর ২১: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ও সৃজনশীলতার মাধ্যমে বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে নবীন বন কমকর্তাগণকে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

মঙ্গলবার ৩৮তম বিসিএস (বন) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত সহকারী বন সংরক্ষকদের অনুষ্ঠিত ২ মাসব্যাপী ‘ওরিয়েন্টেশন কোর্স’এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের মধ্যে আরো ১৬ শতাংশ ভূমিতে ব্যাপক বনায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানব সম্পদ গড়ে তোলার বিকল্প নেই।

২০২৫ সালের মধ্যে বৃক্ষ আচ্ছাদনের পরিমান ২৪ শতাংশে উন্নীত করার লক্ষ্যের কথাও জানান তিনি।

অনুষ্ঠান শেষে ২১ জন নবনিযুক্ত সহকারী বন সংরক্ষকদের মাঝে সনদপত্র ও মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন পরিবেশমন্ত্রী।

সাজিদ রাজু