ইরানের সার্বিক পরমাণু ইস্যুতে আলোচনার জন্য ‘কার্যকর প্রস্তাব’ দেয়নি যুক্তরাষ্ট্র: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
2021-12-21 19:12:19

 

ডিসেম্বর ২১: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গতকাল (সোমবার) তেহরানে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, ইরানের সার্বিক পরমাণু সংক্রান্ত আলোচনায় ‘কার্যকর প্রস্তাব’ দেয়নি যুক্তরাষ্ট্র। যা যুক্তরাষ্ট্রের আন্তরিকতাকে  ‘প্রশ্নবিদ্ধ’ করেছে।

তিনি বলেন, সম্প্রতি ভিয়েনায় অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ আলোচনার পর ইরানের সার্বিক পরমাণু আলোচনার নতুন খসড়া প্রস্তাব তৈরি হয়েছে। এতে ইরানের ধারণা জানা গেছে। এটি ভবিষ্যতে আলোচনা এগিয়ে নেওয়ার ভিত্তি তৈরি করেছে। প্রতিপক্ষ এ বিষয়ে ‘কার্যকর প্রস্তাব’ দিলে, দ্রুত একটি চুক্তি হতে পারে।

এই আলোচনা প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সরাসরি যোগাযোগের’ বিষয়টি নাকচ করেছেন মুখপাত্র। তিনি বলেন, ইরান ইইউ’র বৈদেশিক কার্যালয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে তথ্য দেবে তেহরান।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)