হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সপ্তম আইন পরিষদ নির্বাচনের ফলাফল প্রকাশিত
2021-12-20 19:26:02

হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সপ্তম আইন পরিষদ নির্বাচনের ফলাফল প্রকাশিত_fororder_4120240042485988790

ডিসেম্বর ২০: চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সপ্তম আইন পরিষদ নির্বাচন গতকাল (রোববার) রাতে ১১টায় শেষ হয়েছে। নতুন আইন পরিষদের ৯০জন সদস্য নির্বাচিত হয়েছেন। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের নির্বাচন ব্যবস্থা চালু হওয়ার পর এটিই প্রথম আইন পরিষদের নির্বাচন। তা হংকংয়ের ভবিষ্যত্ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

উল্লেখ্য মোট ১৫৩জন প্রার্থী এ নির্বাচনে অংশ নিয়েছেন। স্থানীয় নির্বাচনের পরিপ্রেক্ষিতে ৩৫জন প্রার্থী ১০টি আঞ্চলিক আসনসহ ২০টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনী এলাকার ৩০টি কার্যকরী আসনে ৬৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনের ৪০টি সেক্টরের জন্য ৫১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৯০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং কেউ স্বয়ংক্রিয় নির্বাচিত হয় নি। চীনা ভূখণ্ডে হংকংয়ের ফিরে আসার পর প্রথম নির্বাচন এটি।

জানা গেছে, ১৩ লাখেরও বেশি ভোটার ভোট দিয়েছেন। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সপ্তম আইন পরিষদের মেয়াদ পয়লা জানুয়ারি থেকে আগামী চার বছর।

(ছাই/তৌহিদ/স্বর্ণা)