লেবাননকে বেশি সাহায্য দেওয়ার আহ্বান জানালেন গুতেহিস
2021-12-20 18:24:28

লেবাননকে বেশি সাহায্য দেওয়ার আহ্বান জানালেন গুতেহিস_fororder_1220-4

ডিসেম্বর ২০: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেহিস গতকাল (রোববার) আন্তর্জাতিক সমাজের প্রতি লেবাননকে বেশি সাহায্য করার আহ্বান জানিয়েছেন। রোববার থেকে তিনি বৈরুতে তিন দিনব্যাপী সফর শুরু করেন। লেবানিজ প্রেসিডেন্ট মিশেল অর্নের বৈঠকের পর অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন।

তিনি বলেন, লেবানন ও জর্দানের মতো সীমান্ত খুলে শরণার্থী গ্রহণকারী দেশকে যথেষ্ট সমর্থন দেয়নি আন্তর্জাতিক সমাজ। জাতিসংঘের সব সদস্যদের লেবাননে সমর্থন বাড়ানোর ক্ষেত্রে নিজের দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘ অব্যাহতভাবে লেবাননকে সমর্থন দেবে। লেবানিজ বাহিনী ও অন্যান্য সামরিক সংস্থাকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। তা ছাড়া, লেবাননের রাজনীতিবিদদের মতভেদ বন্ধ করে জনগণকে গুরুত্ব দিয়ে বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

(স্বর্ণা/তৌহিদ/ছাই)